প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের সোনাগাছি মন্তব্য মামলায় সব পক্ষ কে বক্তব্য জানাতে বললো হাইকোর্ট 

মোল্লা জসিমউদ্দিন, 

শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এর এজলাসে উঠে প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্তের সোনাগাছি মন্তব্য মামলা।আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মঞ্চে বেফাঁস মন্তব্যের পর মামলা হয়েছে প্রাক্তন আইজি আইপিএস অফিসার পঙ্কজ দত্তের । কিন্তু আবেদনের মামলায় রক্ষাকবজ পেলেন না প্রাক্তন পুলিশ কর্তা। এর পাশাপাশি, ‘এই মন্তব্য যদি সত্যি পঙ্কজ করে থাকেন, তাহলে আদালত এই আবেদন হস্তক্ষেপ করবে না’। এমটাই জানালেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।আগামী ৩ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে ।আবেদনকারী আইনজীবী জানান, -‘ সম্প্রতি প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত আরজি কর ঘটনার পরিপ্রেক্ষিতে একটি সভায় উপস্থিত থেকে কিছু বক্তব্য পেশ করেন। সেখানে ওই বক্তব্যকে ‘নেগেটিভ মিনিং’ করে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়’। সেই এফআইআর থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পঙ্কজ দত্ত। সেদিন আরজি কর ঘটনার প্রতিবাদ সভায় পঙ্কজ দত্ত বলেছেন “আরজি কর নিরাপত্তাহীন জায়গা নয়, ওখানে ধর্ষণ ও খুন করা যায় না। সেটা সোনাগাছি নয় যে, সেখানে নিরাপত্তা নেই বলে ধর্ষণ ও খুন করা যায়।”পাল্টা বিচারপতি বলেন , “পঙ্কজ দত্ত যদি সোনাগছি সম্পর্কে এই ধরনের মন্তব্য করে থাকেন, তাহলে আমি এটা নিয়ে বিনোদন করবো না। পরবর্তী শুনানিতে পঙ্কজ দত্তের আইনজীবী যদি কোর্টকে সন্তুষ্ট করতে পারে তাহলে আমি মামলা শুনবো। নয়ত নয়। রাজ্যের আইনজীবী সময় চেয়েছে তাই, সেই আবদনে আমি মামলা পিছিয়েছি।” এদিন এই মামলার শুনানি পর্বে বিচারপতি  জানান, -‘ সব পক্ষের কথা না শুনে এই মুহূর্তে কোনওরকম রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়’। আগামী ৩ অক্টোবর  ফের মামলার শুনানি হবে।এদিন কলকাতা হাইকোর্টে সওয়াল জবাব চলাকালীন পঙ্কজ দত্তের আইনজীবী সওয়াল করে বলেন, -‘ তাঁর মক্কেল কোনওভাবেই এমন মন্তব্য করতে চাননি’। যা শুনে রীতিমতো ধমকের সুরে বিচারপতি বলেন, ‘উনি কী বলতে চেয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। কী বলেছেন সেটাই গুরুত্বপূর্ণ।’বিচারপতি আরও জানান, মাত্র ৯ মিনিটের বক্তব্যে কোনওসময় খারাপ মন্তব্য করা যায় না। শুধু একজনের জন্য নয়, সবার জন্য স্বচ্ছ থাকতে হবে আদালতকে’।এদিন দুপুরে অবসরপ্রাপ্ত আইপিএসের করা বিতর্কিত বাংলা মন্তব্যের ইংরেজি অনুবাদ করে আনার জন্য আইনজীবীকে নির্দেশ দেয় হাইকোর্ট।ত কম সময়ে তা করা যাবে না বলে জানান পঙ্কজ দত্তর আইনজীবী। এরপরই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আগামী শুক্রবার দুপুর তিনটের মধ্যে অনুবাদ জমা দেওয়ার নির্দেশ দেন।বিচারপতির স্পষ্ট জবাব, -‘সব পক্ষের কথা না শুনে কোনওভাবেই রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়’। মূলত, পুলিশের জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচতেই এদিন হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানান পঙ্কজ দত্তের আইনজীবী।জানা গেছে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানকার অন্যতম বক্তা ছিলেন প্রাক্তন পুলিশ অফিসার পঙ্কজ দত্ত।সেখানেই তিনি যৌনকর্মীদের কথা সরাসরি উল্লেখ না করলেও সোনাগাছি শব্দটি উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটা অন্য জায়গা হলে বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত আমরা বলতাম হতেই পারে, এই ঘটনা আরজি করের মতো জায়গায় হতেই পারে না।’ এরপরই দায়ের হয় মামলা। আগামী ৩ অক্টোবর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে। 

Leave a Reply