পূর্বস্থলী বিডিও কে নিয়ে ‘ভোরের সূর্য’
দীপঙ্কর চক্রবর্তী, ১৯ অক্টোবর ;চলতি সপ্তাহে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্হলী স্টেশন সংলগ্ন এলাকায় শারদীয়া দূর্গাপুজো উপলক্ষে দুটি পত্রিকার উদ্বোধন ও গুনী ব্যাক্তিদের সংবর্ধনা অৃনুষ্ঠান হয়ে গেল। দুটি পত্রিকারই সম্পাদক শারদ অর্ঘ্য পরিষদের সম্পাদক সুদীপ বিশ্বাস জানান -‘ পূর্বস্হলী ২ নং ব্লকের বিডিও সৌমিক বাগচিকে নিয়ে একটি বই (নাম – ভোরের সূর্য)।সৌমিক বাবু এই ব্লকে আসার পর তার কাজের দক্ষতা,সকলের সাথে কাজ সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়া।এখানকার মানুষ যে কোন বিপদে পরলে তাদের পাশে থাকা এরকম অজস্র গুনের জন্য আমরা ১৮ জন লেখক,কবি সৌমিক বাবুর জীবনচর্যা,তার ব্যাবহার,তার কাজ,মানুষের কল্যানে তার ভূমিকা নিয়ে কবিতা ও প্রবন্ধ লেখা হয়েছে এই বইয়ে।পঞ্চম বর্ষ শারদ অর্ঘ্য পত্রিকায় ৮০ জন কবি,লেখক কবিতা,প্রবন্ধ,গল্প প্রভৃতি লেখায় সমৃদ্ধ দুটি পত্রিকা উদ্বোধন হয়।সাথে দীর্ঘ কোরোনা কালে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করা পূর্বস্হলী থানার আইসি সন্দীপ গাঙ্গুলী,বিডিও সৌমিক বাগচি, বিধায়ক তপন চ্যাটার্জী,বিএমওএইচ প্রশান্ত সরকার ও ডাক্তার মৃনালকান্তি হালদার মহাশয়দের কোভিড সম্মান দেওয়া হয়।সংস্হার সভাপতি জাতীয় শিক্ষক সুব্রত দাস,অবনী ভূষন বালা,দীপঙ্কর চক্রবর্ত্তী,নির্মলেন্দু পাল সহ সম্পাদক সুদীপ বিশ্বাস সকলকে শ্রদ্ধা জানান।সংগীত, নৃত্যের সাথে ৪০ জন কবি তাদের লেখা কবিতা পাঠ করেন।