সঞ্জয় হালদার,

পশ্চিমবঙ্গ কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সংগঠনের জেলা ভিত্তিক কমিটি গঠন করা হলো। এই সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসুর আহবানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, শ্রীকান্ত মাহাতো সহ রাজ্যভাইস প্রেসিডেন্ট শুভাশিস বটব্যাল এবং রাজ্যের সমস্ত জেলার নেতৃত্ববর্গ, । সংগঠনের পক্ষ থেকে পুরুলিয়া জেলার চেয়ারম্যান পদ পেলেন রেবতীরমণ টুডু এবং সভাপতি প্রসেনজিৎ মাহাতো।

Leave a Reply