সঞ্জয় হাল্দার,

পুরুলিয়ার হরিপদ সাহিত্য মন্দিরে, “উত্তরায়ণের”-এক নতুন দিশা, মানুষের সাথে মানুষের পাশে ৫ম বর্ষ পূর্তি উদযাপনের এক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হল উক্ত অনুষ্ঠানে বঙ্গভুক্তির পক্ষে -বিপক্ষে আলোচনায় তর্ক বিতর্ক। অংশগ্রহণ করেন কবি সুনীল মাহাত,কলেন্দ্র নাথ মান্ডি,ড:জলধর কর্মকার ও সাংবাদিক দেবরাজ মাহাত।তাদেরকে স্বারক লিপিদিয়ে সম্মানিত করা হয়।

Leave a Reply