Spread the love

পার্থদের জামিন মামলার শুনানি হবে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বিশেষ বেঞ্চে

মোল্লা জসিমউদ্দিন, 

পার্থের জামিন বিষয়ক মামলার শুনানি ঠিক হল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বিশেষ বেঞ্চে।শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ ৫ জনের জামিনের মামলার শুনানির জন্য একজন  বিচারপতির বেঞ্চ গঠন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে। এর আগে পার্থ সহ ৫ জনের জামিনের আবেদনে দ্বিমত পোষণ করেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুজন বিচারপতি।গত ২০ নভেম্বর পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার ৯ জনের জামিনের আবেদনের রায়দান করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। তাতে ৪ জনকে জামিন দিতে ২ বিচারপতি সহমত হলেও পার্থ সহ ৫ জনের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি অপূর্ব সিংহ রায়। এর জেরে ফের প্রধান বিচারপতির কাছে ফেরত চলে আসে মামলাটি। সোমবার প্রধান বিচারপতি মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এদলাসে পাঠিয়েছেন। নুতন বেঞ্চের বিচারপতির নির্দেশের ওপরেই নির্ভর করবে পার্থ, শান্তিপ্রসাদ, অশোক, কল্যাণময় ও সুবীরেশের জামিনের ভবিষ্যৎ।শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ২০২২ সালের ২২ জুলাই ইডির হাতে গ্রেফতার হন তৎকালীন শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পর থেকে জেলবন্দি রয়েছেন তিনি। স্বাস্থ্যের বিষয়টি উল্লেখ করে পার্থর জামিনের আবেদন করেছেন পার্থ। এবার দেখার এই আবেদনে কী সিদ্ধান্ত নেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।গত শুনানিতেই জানা গেছিল, এঁদের মামলা প্রধান বিচারপতি তৃতীয় একটি বেঞ্চে মামলা পাঠাবেন। সেখানেই জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কোন বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে সেটা নিশ্চিত হল।গত বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ৯ জনের মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সবাইকে জামিন মঞ্জুর করেছিলেন। তবে বিচারপতি অপূর্ব সিনহা পার্থ চট্টোপাধ্যায় সহ চারজনের জামিনের আর্জি খারিজ করেন। এতেই জামিন পাওয়া আটকে  যায় পার্থদের।যাদের জামিন মঞ্জুর হয়েছিল সেই শেখ আলি ইমাম (মিডলম্যান), কৌশিক ঘোষ (মিডলম্যান), সুব্রত সামন্ত রায় (মিডলম্যান) এবং চন্দন ওরফে রঞ্জন মন্ডল (মিডলম্যান)-দের শর্ত মানতে হবে। নিম্ন আদালতে উপস্থিত থাকতে হবে। তদন্তকারী অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।তবে পার্থদের জামিন পাওয়া বারবার আটকে যাচ্ছে কেন? আদালত সূত্র মারফত প্রকাশ , নিয়োগ দুর্নীতির অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে আগেই পার্থকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । অন্যদিকে বাকি অভিযুক্তরা প্রত্যেকে শিক্ষা দফতরের উচ্চ পদে ছিলেন। সিবিআইয়ের দাবি, -:পদের অপব্যবহার করে চাকরি বিক্রির গুরুতর অভিযোগ রয়েছে পার্থ-সুবীরেশ-সহ পাঁচজনের বিরুদ্ধে। আর এই ষড়যন্ত্র হয়েছে শিক্ষা দফতরের শীর্ষস্তর থেকে। তাই এখনই এঁদের জামিন দিলে তদন্তের ক্ষতি হতে পারে’। চলতি সপ্তাহে নুতন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *