Spread the love

পার্থদের জামিন নামঞ্জুর হওয়াতে বিচারপতি অপূর্ব সিংহ রায় কে সমর্থন  জানালেন জয়দীপ মুখার্জি 

মোল্লা জসিমউদ্দিন

পার্থদের জামিন নামঞ্জুর হওয়াতে বিচারপতি অপূর্ব সিংহ রায় কে স্বাগত জানালেন অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম এর সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি। জয়দীপ বাবু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন – ” নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এর জামিন নামঞ্জুর করে বিচারপতি সিংহ রায় ঠিক করেছেন”। গত বুধবার  পার্থ-সহ মোট ন’জনের জামিনের আবেদনের শুনানি ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে । সিবিআইয়ের করা মামলায় জামিন চেয়ে ডিভিশন বেঞ্চের  দ্বারস্থ হয়েছিলেন পার্থ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এক বিচারপতি অরিজিৎ  বন্দ্যোপাধ্যায় তাঁদের জামিন মঞ্জুর করেন। কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডলের জামিন মঞ্জুর করেন বিচারপতি অপূর্ব সিংহ রায়ও। এই চার জনের ক্ষেত্রে দুই বিচারপতি একমত হওয়ায় সিবিআইয়ের মামলায় তাঁরা জামিন পেয়েছেন। কিন্তু জামিন পাননি পার্থ, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্‌হারা।কেন পার্থদের জামিনের বিষয়ে বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিন্নমত বিচারপতি সিংহ রায়? বিচারপতি সিংহ রায়ের পর্যবেক্ষণ, ‘- ‘এই সংক্রান্ত মামলার তথ্য দেখে মনে হচ্ছে, রাজ্য সরকারের একাংশ অভিযুক্তদের পরোক্ষ ভাবে বাঁচাতে চাইছে। এই অবস্থায় তাঁরা জামিন পেলে তা খুবই দুর্ভাগ্যের হবে।” কেন এ কথা বলছেন বিচারপতি সিংহ রায় ? এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  সিবিআই আদালতে জানিয়েছিল, পার্থদের মামলার ট্রায়াল শুরু করা যাচ্ছে না। পার্থ প্রাক্তন মন্ত্রী। তাঁর বিরুদ্ধে ট্রায়াল শুরু করার জন্য রাজ্যপালের অনুমতি প্রয়োজন হয়। তা মিলেছে ইতিমধ্যেই। একই ভাবে বাকি অভিযুক্তেরা রাজ্য প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। তাই তাঁদের ক্ষেত্রে ট্রায়ালের জন্য প্রয়োজন হয় মুখ্যসচিবের অনুমতি। সেই অনুমতি এখনও মেলেনি, আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। এর ভিত্তিতেই বিচারপতি সিংহ রায় জানিয়েছেন, -‘সরকারের একটি অংশ অভিযুক্তদের আড়াল করতে চাইছে বলে তাঁর মনে হচ্ছে’।বিচারপতি সিংহ রায় আরও জানিয়েছেন, -‘নিয়োগ মামলায় কেউ তাঁকে এমন কোনও তথ্য দেখাতে পারেননি, যাতে মনে হচ্ছে যে, সিবিআই ট্রায়াল শুরু করতে অযথা দেরি করছে। এরফলে কেন্দ্রীয় সংস্থার দেরির কারণে পার্থেরা জেলে, তা মনে করছেন না বিচারপতি সিংহ রায় ।বর্তমানে মামলা টি প্রধান বিচারপতির কাছে রয়েছে। তিনি তৃতীয় বেঞ্চের জন্য একজন সিনিয়র বিচারপতি কে এই জামিন বিষয়ক মামলার শুনানির দায়িত্ব দেবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *