খায়রুল আনাম,

বীরভূম : জেলা শুধু নয়, এরাজ্যের মধ্যে উল্লেখযোগ্য ভাবে নানুরের পাপুড়ী গ্রামে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উদ্বোধন করা হলো একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করা হলো। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন শহীদের মাতা সাদেকা বিবি। এদিন শেখ কাজলই প্রথম রক্তদান করে শিবিরের উদ্বোধন করেন। এই শিবির উদ্বোধনের আগে বোলপুর মহকুমা হাসপাতাল থেকে একটি মোটরবাইক রালির মাধ্যমে রক্ত সংগ্রহকারী গাড়িটিকে আনা হয় পাপুড়ী গ্রামে।

Leave a Reply