Spread the love

পরিবহন কর্মীদের সভা সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
গাড়ি চালকদের উপর দানবীয় কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে ১০৬ ধারা( হিটস এন্ড রানস)বাতিলের দাবিতে আগামী ৫ ই মার্চ পরিবহন ধর্মঘট পালিত হবে বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে।
রাজ্য ব্যাপী এই ধর্মঘট সফল করার লক্ষ্যে আগামী ১৩ই ফেব্রুয়ারি সিউড়ি জেলা শাসকের অফিসের সামনে আইন অমান্য আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও আগামী ১৬ ই ফেব্রুয়ারি সারা ভারতবর্ষে পরিবহন সংস্থার ধর্মঘটের পরিপ্রেক্ষিতে এই রাজ্যেও ধর্মঘটের সমর্থনে ব্যাচ ও প্রতিবাদ কর্মসূচি রাখা হয়েছে।উপরিউক্ত কর্মসূচি রূপায়নের রূপরেখা তৈরীর লক্ষ্যে ৩১ শে জানুয়ারি পরিবহন সংগঠন গুলির ডাকে সিউড়ি বাসস্ট্যান্ডে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজক ছিল সিআইটিইউ, এআইটিইউসি, আইএনটিইউসি, এআইসিসিটিইউ, এআইইউটিইউসি শ্রমিক পরিবহন সংগঠন।এদিনের সভায় বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন মৃণাল কান্তি বসু, দীপঙ্কর চক্রবর্তী,বলরাম চ্যাটার্জি,মন্টু কাহার,আবুল হাসানাত,আবুল হাসেম, তাপস মুখার্জী, নাসির শেখ,হেমন্ত মন্ডল, ইয়াসিন শেখ, ও অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *