জেলাস্তরীয় যুব সম্মেলন আয়োজন। নেহেরু যুব কেন্দ্র , বর্ধমান পশ্চিমবঙ্গ , (যুব কার্যক্রম এবং ক্রীড়া মন্ত্রক, ভারত সরকার)
নেহেরু যুব কেন্দ্র বর্ধমান দ্বারা আজ 15/02/2022 বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সভাগারে “জেলাস্তরীয় যুব সম্মেলন ” আয়োজন করা হয়। এই যুব সম্মেলনের মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন স্টেট ডায়রেকক্টর নন্দীতা ভট্টাচার্য । কার্যক্রমে বর্ধমান জেলার 23 টি ব্লকের 115 জন যুবক যুবতী উপস্থিত ছিল ।
এই কার্যক্রমের মুখ্য উদ্দেশ্য যুব সমাজ কে জগৃত করা । ক্রীড়া উন্নয়ন , সাম্প্রদায়িক সম্ভাবনা, প্রকৃতির সন্তুলন এবং সংরক্ষণ, রোজগার সৃজন, শিশু ও নারী শিক্ষা এবং উন্নয়ন ইত্যাদি । বর্ধমান জেলার 23 ব্লকের বিভিন্ন গ্রামের যুব ক্লাবের 115 জন যুবক যুবতী অংশগ্রহণ করে । যে যুবক যুবতীরা এতে অংশগ্রহণ করছে তাদের অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় । এই কার্যক্রমের বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ অরিজিত চট্টোপাধ্যায়ের ( ডিপার্টমেন্ট অফ লাইফ লং লিভিং ),
প্রফেশর ডঃ শশীকুমার শর্মা (হিন্দী বিভাগ)
শ্রী শুভ্র কর,ডিস্ট্রিক্ট কোঅর্ডীনেটর ,
প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়ের, যোগ প্রশিক্ষক ,
উত্তরা বিশ্বাস,
জেলা যুব আধিকারিক, নেহেরু যুব কেন্দ্র, বর্ধমান।
প্রীতম মুখার্জী ,
ডি.পি.ও, নমামী গঙ্গা উপস্হিত ছিলেন ।
কার্যক্রমের সঞ্চালন করেন সুজন ঠাকুর,এ পি এ, নেহরু যুব কেন্দ্র, বর্ধমান ।
স্বাগত ভাষণ দিতে গিয়ে উত্তরা বিশ্বাস বলেন সমাজ কে এগিয়ে নিয়ে যেতে যুব সম্প্রদায়ের দায়িত্ব অনেক, তাদের সংগঠিত করার জন্য নেহরু যুব কেন্দ্র, বর্ধমান একনিষ্ঠ ভাবে কাজ করছে
ইউথ ডেভেলপমেন্ট এর ভাবনাকে মাথায় রেখে । নন্দিতা ভট্টাচার্য , স্টেট ডিরেক্টর বর্ধমান জেলার দ্বারা আয়োজিত 2021-22 এ সকল কার্যক্রমের সফল আয়োজনের জন্য প্রশংসা করেন। কার্যক্রমের শেষে সকলে মিলে সুস্থ, নির্মল,স্বচ্ছতা, সাম্প্রদায়িক সদভাবনা পূর্ণ
সমাজ গঠনের শপথ গ্রহণ করে এবং জাতীয় সংগীত গাওয়ার পর জেলা যুব সম্মেলনের সমাপন করা হয়।
এই কার্যক্রমের মধ্যেই যুব ক্লাবের জন্য ক্রীড়া উন্নয়নের জন্য ক্রীড়া সামগ্রীর বিতরন প্রকল্পের উদ্বোধন করা হয় ।