নির্যাতিতার নাম প্রকাশ মামলায় আইপিএস গোয়েলের হলফনামা চাইলো কলকাতা হাইকোর্ট 

মোল্লা জসিমউদ্দিন

সোমবার কলকাতা হাইকোর্টে উঠে আরজিকর কান্ডে নির্যাতিতার নাম প্রকাশ করা সংক্রান্ত মামলা।আরজি করের  ঘটনায় নিহতের  নাম ও পরিচয় সংক্রান্ত ব্যাপারে সুপ্রিম কোর্ট  ইতিমধ্যেই কিছু নির্দেশ দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের  বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে তাঁর কাছেই উত্তর চাইল কলকাতা হাইকোর্ট ।এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, – আইপিএস বিনীত গোয়েলকে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানাতে হবে’। একই সঙ্গে মামলাকারী ও কেন্দ্রীয় সরকারকেও হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের। হলফনামা দিতে হবে আগামী ১৩ নভেম্বরের মধ্যে, ১৪ নভেম্বর পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে ।একই সঙ্গে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানতে চেয়েছিলেন, -‘শীর্ষ আদালতে মামলা চলাকালীন হাইকোর্ট কি এই মুহূর্তে আলাদা করে এই মামলা শুনতে পারে? এ ধরনের অভিযোগের ক্ষেত্রে একজন আইপিএস অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কি আনা যায়?’সে ব্যাপারে হলফনামা দিয়ে জানাবে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং। প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন এই দফতরের কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকে কপি দিতে নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের।, প্রসঙ্গত,  আগের শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানতে চেয়েছিল, সুপ্রিম কোর্ট যেখানে আরজি কর সংক্রান্ত মামলা শুনছে সেখানে কলকাতা হাইকোর্টের কি বিনীত গোয়েল সংক্রান্ত মামলা শোনা উচিত? উত্তরে আবেদনকারীর আইনজীবী জানান, সুপ্রিম কোর্ট আরজি করের খুন ও ধর্ষণের ঘটনার বিষয়ে মামলা শুনছে। বাকি অন্যান্য ইস্যু নিয়ে হাইকোর্টের মামলা শুনতে কোনও অসুবিধা নেই বলেই শীর্ষ আদালত জানিয়েছে। তারপরই প্রধান বিচারপতি এদিন মামলা শুনবেন বলে জানান। এদিন মামলাকারী তাঁর বক্তব্য জানিয়ে অতিরিক্ত হলফনামা জমা দিয়েছেন।আগামী ১৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে। 

Leave a Reply