নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রদীপ সিংহের জামিন মঞ্জুর
মোল্লা জসিমউদ্দিন ,
সোমবার কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় আরও এক জন কে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে ।এদিন দুর্নীতি মামলায় ‘মিডলম্যান’ প্রদীপ সিংহ ওরফে ছোটুকে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট। এই নিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মোট জামিন হলো চার অভিযুক্তের। এর আগে মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে প্রাথমিকের নিয়োগ মামলায় জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট।এসএসসি নিয়োগ মামলায় জামিন পেয়েছেন নীলাদ্রি ঘোষ। এরপর এসএসসি মামলাতেই জামিনে মুক্তি পান প্রসন্ন রায়। চতুর্থ জন হিসাবে জামিন মঞ্জুর হল প্রদীপ সিংহের। জানা গেছে, গত ২০২২ সালের ২৪ অগস্ট নিয়োগ মামলার তদন্তের পরিপেক্ষিতে প্রদীপকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁর বিরুদ্ধে অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ ছিল।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দাবি , -‘ প্রদীপ অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের বিভিন্ন তথ্য এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ অন্য কর্তাদের পাঠাতেন। শান্তিপ্রসাদদের ফোনে প্রদীপের নম্বরও ‘সেভ’ করে রাখা ছিল ‘। পরে এই প্রদীপের সূত্রেই গ্রেফতার করা হয় আর এক ‘মিডলম্যান’ প্রসন্ন রায়কে। প্রদীপ যে গাড়ি ভাড়া দেওয়ার সংস্থায় কাজ করতেন, প্রসন্ন ছিলেন তার মালিক।গত ১০ নভেম্বর নিয়োগ মামলায় প্রসন্নকে জামিন দিয়েছে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টে সেই ( সুপ্রিম কোর্টের জামিনদান) প্রসঙ্গও ওঠে। সিবিআই জামিনের বিরোধিতা করে জানায়, -‘ তারা এ বিষয়ে তদন্ত চালাচ্ছে। প্রসন্নের হয়ে টাকা তুলতেন এই প্রদীপ’। তবে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, -‘ প্রদীপের বিরুদ্ধে যাঁর নামে টাকা তোলার অভিযোগ, সেই প্রসন্নকেই সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে। এরফলে প্রদীপের জামিনের আবেদনও মঞ্জুর হয়’। জানা গেছে ৮০২ দিন পর জামিন পেলেন প্রদীপ সিংহ।