সাধন মন্ডল,
“ভাঙ্গা ঘরে চাঁদের আলো।” ২০২২ সালের অল ইন্ডিয়া NEET পরীক্ষায় ৭২০ এর মধ্যে ৬২৫ নাম্বার পেয়ে ১১০৬৪ ব্যাংক করে, টাক লাগিয়ে দিয়েছে। পাঁচমুড়া অঞ্চলের লাল বাঁধ গ্রামের জাহির খান এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের গর্বের ছাত্র ।উল্লেখ্য বাবা হাবিবুল খান ও মা ফাতেমা বিবি র দিন আনা দিন খাওয়া সংসারে গ্রামে ছোট্ট একটি চা দোকানে চা বিক্রি করে যা আয় হয় তাতে কোন রকমের সংসার চলে, ছেলের এই সাফল্যে বাবা-মা যেমন গর্বিত তেমনি দুশ্চিন্তা গ্রাস করেছে কিভাবে ছেলেকে পড়াবেন ,।যদি কোন সহৃদয় ব্যক্তি বা সংস্থা এগিয়ে না আসেন তাহলে তাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। মা ফাতেমা বিবি বলেন আমার ছেলে তার শিক্ষক মশাইদের সহযোগিতায় নিজস্ব মেধায় এই স্থান দখল করেছে যা আমাদের গর্বিত করেছে। তার এই সাফল্যে গ্রামবাসী থেকে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা সহ সকলেই খুশি। সকলের সহযোগিতায় আমাদের ছেলে সাফল্য লাভ করুক এই কামনা করি।