খায়রুল আনাম,
বীরভূম : সারারাত নিখোঁজ থাকার পরে, সকালে রাজনগরের আবাদনগরের যুবক লখিন্দর দাসের (২৮) মৃতদেহ পাওয়া যায় গ্রামেরই একটি রাস্তার পাশ থেকে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সিউড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। মৃতের পরিবারের পক্ষ থেকে এটিকে খুনের ঘটনা বলে দাবি করা হয়েছে।