Spread the love

নিক্ষয় মিত্র কর্মসূচির মাধ্যমে ২৮ জন যক্ষ্মারোগীকে দত্তক নিলেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির আওতায় যক্ষ্মা রোগীদের জন্য সামাজিক সহায়তা প্রকল্প নিক্ষয় মিত্র।জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ভিত্তিক যক্ষা রোগীদের দত্তক নেওয়ার জন্য সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিগণকে এগিয়ে আসতে দেখা গেছে।অনুরপ শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে দুবরাজপুর ব্লক এলাকার ২৮ জন যক্ষ্মা রোগীকে দুবরাজপুর গ্রামীন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা যৌথভাবে ছয়মাসের জন্য দত্তক নিলেন। যক্ষ্মা রোগীদের পুষ্টিগত সহযোগিতা প্রদানের লক্ষ্যেই মূলত দত্তক নেওয়া। অপুষ্টির সঙ্গে যক্ষা রোগের সম্পর্ক নিবিড়। আবার অপুষ্টির অন্যতম কারন হচ্ছে দারিদ্রতা। এদিন দুবরাজপুর গ্রামীন হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৮ জন যক্ষা রোগীকে প্রথম মাসের জন্য মুসুর ডাল, ছোলা, সয়াবীন, ছাতু, বিস্কুট, সুজি, সর্ষে তেল, বাদামের ইত্যাদি দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয়। সিনিয়র ট্রিটমেন্ট অফিসার দীপংকর খাগ জানান, ইতিমধ্যে ২৮ জন রোগীকে নিক্ষয় মিত্র কর্মসূচির অধীনে আনা হয়েছে। ধাপে ধাপে এই সংখ্যা আরও বাড়ানো হবে । এই কর্মসূচির অধীনে যক্ষ্মা রোগীদের পুষ্টিগত সহযোগিতা করতে স্বাস্থ্য কর্মীরা এগিয়ে আসছেন। তাঁরা ওই রোগীদের পুষ্টিকর বিভিন্ন খাদ‍্যসামগ্রী দিয়ে সহযোগিতা করবে ৬ মাস পর্যন্ত। এতে যক্ষ্মা রোগীদের পুষ্টির চাহিদা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে। এদিন উপস্থিত ছিলেন ডাক্তার জিৎ পাল, পিএইচ এন মধুমিতা সরকার, হেল্থ এসিসট্যান্ট অর্পিতা মণ্ডল, সিনিয়র ট্রিটমেন্ট অফিসার দীপংকর খাগ, লেডী কাউন্সিলর আহমেদা বেগম, কমিউনিটি হেল্থ অফিসার তনিমা দাস, ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর অয়ন দে সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *