নিউজ কলকাতা,র ঈদ বস্ত্র ও কিটস বিতরণ

কাজী হাফিজুল: সম্প্রতি নিউজ কলকাতা পরিবারের পক্ষ থেকে পার্কসার্কাস,র রেললাইন সংলগ্ন বস্তি এক বেসরকারি স্কুলে ঈদ বস্ত্র হিসাবে পাঞ্জাবি, ফ্লগ সঙ্গে বিস্কুট ,স্ন্যাকস চকলেট আর ফ্রুটি বিতরণ করল। কোর কমিটির সদস্য সামসাদ বেগম বলেন,”শুধু বিতরণ কথাটা বললে খুব ভুল বলা হবে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে এটা আমাদের প্রথম প্রয়াস।আশাকরি আপনারা আমাদের পাশে থাকলে তাহলে আগামী দিনে আরও বেশি মানুষের কাছে পৌছবো।

প্রিয়া চ্যাটার্জি বলেন,”ওনারা যে
আনন্দ পেল তা সে না দেখলে বোঝানো যায় না আমরা চাই যে আরও আরও বেশি বাচ্চার মুখে যেন আমরা এরকম আনন্দ দেখতে দিতে পারি।”শুধু ঈদ নয় জাতি-ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাড়াব।
শিক্ষিকা রুকসানা ইদ্রিস বলেন,”আপনারা আমাদের এমন খুশির দিন উপলক্ষে বাঁচাদের মুখে হাসি ফুটিয়েছেন, তা আমাদের আনন্দের দিন”।এদিন নিউজ কলকাতা পরিবার যে সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন তারা হলেন হাবিবুল আলম,মিলি বণিক, গায়ত্রী নন্দী মজুমদার,প্রতিমা সাহা দত্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply