নদী দূষণ নিয়ে অঙ্কন প্রতিযোগিতা কেতুগ্রামে
পারিজাত মোল্লা,
; মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে নেহেরু যুব কেন্দ্র বর্ধমান ,যুব কার্যক্রম এবং ক্রীড়া মন্ত্রক, ভারত সরকারের উদ্যোগে নমামী গঙ্গা পরিয়োজনা অন্তর্গত ‘গঙ্গা উৎসব ২০২১’ চললো টানা তিনদিন ধরে। বাংলার গঙ্গা সংলগ্ন সমস্ত ব্লকে আয়োজন করা হচ্ছে । গঙ্গা উৎসবের উদ্বোধন করেন কেতুগ্রামের ২ নং ব্লকের বিডিও অমিত কুমার সাহু। প্রদীপ জ্বেলে এবং স্বামী বিবেকানন্দের চিত্রে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এলাকার মানুষকে সচেতন করার লক্ষ্যে গঙ্গা সম্পর্কিত একটি প্রর্দশনীর আয়োজন করা হয়। সমষ্ঠি উন্নয়ন আধিকারীক অমিত কুমার সাহু মহাশয়ের হাতে প্রর্দশনীর শুভ সূচনা করা হয়। এছাড়াও শতাধিক মানুষ কে নিয়ে একটি পথযাত্রার আয়োজন করা হয়। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫ জন প্রতিযোগী অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অঙ্কন প্রতিযোগিতার মূল বিষয়বস্তু হল নদী দূষণ। এর সাথে আকর্ষক সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হয়েছিল। নেহরু যুব কেন্দ্র বর্ধমানের জেলা যুব অধিকারিক উত্তরা বিশ্বাস মহাশয়া, লেখা এবং কার্যক্রম সহকারী সুজন ঠাকুর এবং জেলা পরিযোজনা অধিকারিক প্রীতম মুখার্জী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উত্তরা বিশ্বাস জেলা যুব আধিকারিক সমাজ কে দূষণ মুক্ত করার জন্য যুব সম্প্রদায় কে আগে আসার জন্য অনুরোধ জানান । আকর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধেয় গঙ্গা আরতির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।