দৃষ্টিহীন শিক্ষার্থীদের সারা ভারত ষষ্ঠ কুরআন পাঠ সম্মেলন

সেখ সামসুদ্দিন, ২৮ ডিসেম্বরঃ দৃষ্টিহীন ছাত্রদের নিয়ে সারা ভারত ষষ্ঠ কুরআন পাঠ সম্মেলন আজ সকাল ন’টা থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম ক্যাম্পাসে ( মেমারি মাদ্রাসা প্রাঙ্গণে)। এই সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ দক্ষিণ আফ্রিকার মাওলানা হাসান আব্দুল কাদির! এই কুরআন পাঠ সম্মেলন আজ সকাল ৯ টা থেকে শুরু হয়ে আগামীকাল পর্যন্ত চলবে এবং এবং সারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে মোট ৬০ জন দৃষ্টিহীন শিক্ষার্থী কুরআন পাঠ সম্মেলনে অংশগ্রহণ করেছে বলে জানান মেমারি মদিনাতুল জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমের অধ্যক্ষ ক্বারী শামসুদ্দিন আহম্মাদ। প্রধান অতিথি হাসান সাহেব দৃষ্টিহীন ছাত্রদের সফলতা কামনা করেন এবং দুর্বল মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সফলতায় সহায়তার হাত বাড়িয়ে দিতে দক্ষিণ আফ্রিকা থেকে মেমারিতে এসেছেন বলে জানান।

Leave a Reply