সেখ সামসুদ্দিন,

পূর্ব বর্ধমান জেলার  মেমারি পৌরসভার উদ‍্যোগে ‘দুয়ারে ভ‍্যাকসিন’ কর্মসূচি  চালু করলেন পূর্ব বর্ধমান জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। এদিন মেমারি পুরসভার ১৩ নং ওয়ার্ডের ৮৬ বছরের বৃদ্ধ রাসবিহারী ঘোষ-এর বাড়ি গিয়ে মেমারি হাসপাতালের চিকিৎসক টিম গিয়ে ভ‍্যাকসিন দেন। উপস্থিত ছিলেন জেলাশাসকের সঙ্গে  মহকুমাশাসক (দক্ষিণ). কৃষ্ণেন্দু মন্ডল, বিডিও আলী মহঃ ওলি উল্লাহ, বিএমওএইচ ডাঃ হর্ষ ঘোষ, পুরপ্রশাসক স্বপন বিষয়ী, সহ প্রশাসক কৃষ্ণপদ বিশ্বাস সহ প্রশাসক বোর্ডের সদস‍্যবৃন্দ এবং প্রাক্তন কাউন্সিলরবৃন্দ। ‘দুয়ারে ভ‍্যাকসিন’  সূচনা করে জেলাশাসক সহ প্রশাসনিক কর্তারা মেমারি পথসাথী, স্টেডিয়াম ও নতুন বাসস্ট্যান্ডে কর্মতীর্থ পরিদর্শন করে থাকেন।

Leave a Reply