দুর্গাপুরে কর আইন বিষয়ক কর্মশালা
পারিজাত মোল্লা ,
শনিবার ট্যাক্স এডভোকেটস এ্যাসোসিয়শন অফ বেঙ্গল এর উদ্যোগে দুর্গাপুরের পিয়ারলেস হোটেলে সারাদিন ব্যাপী কর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হল। সারা বাঙলা থেকে প্রায় ১৫০ জন আইনজীবি উপস্থিত ছিলেন । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি ডঃ সম্বুদ্ধ চক্রবর্তী (চেয়ারম্যান , ওয়েস্টবেঙ্গল ট্যাক্সেশন ট্রাইবুনাল)। বিশেষ অতিথি ছিলেন বিচারপতি সৌমিত্র পাল ।সংস্থার সভাপতি সজ্জন তুলসিয়ান ইনকাম ট্যাক্স বাজেট নিয়ে সাবলিল বক্তব্য পেশ করেন। জি এস টি নিয়ে বক্তব্য রাখেন চাটার্ড একাউন্টেন্ট অরুণ আগরওয়াল, আইনজীবি অরূপ দাশগুপ্ত এবং স্টেট ট্যাক্সের সিনিয়ার জয়েন্ট কমিশনার রাজীব সেনগুপ্ত। সম্পাদক ও বার কাউন্সিলের সদস্য সিদ্ধার্থ মুখোপাধ্যায় সংগঠনের নানান কর্মসূচি সদস্যদের সামনে উপস্থাপনা করেন। আইনজীবি অজয় পাল,শিশির হাতি , সুমিত গুপ্ত ও উজ্জ্বল সিনহা বক্তব্য পেশ করেন।দক্ষিন বঙ্গে একটি সার্থক কর্মশালায় যোগদানকারী আইনজীবিরা তাঁদের ব্যবহারিক জীবনের নানান প্রশ্নের উত্তর পান বক্তাদের কাছ থেকে।