Spread the love

‘দীনেশচন্দ্র সেন” স্মৃতি স্বর্ণপদক অর্পণ অনুষ্ঠান – ২০২৪

নিজস্ব সংবাদ দাতা : কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় ১৬ জুন ২০২৪ বিকাল ৫ টায় অনুষ্ঠিত হল ‘দীনেশচন্দ্র সেন’ স্মৃতি স্বর্ণ পদক – ২০২৪ অর্পণ অনুষ্ঠান ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার সাধারণ সম্পাদক অমলেন্দু চৌধুরী, প্রধান অতিথি ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপিকা ড. সুমিতা চক্রবর্তী, বিশেষ অতিথি কথা সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় , কলকাতার দি এশিয়াটিক সোসাইটির প্রাক্তন গবেষণা আধিকারিক ড. বন্দনা মুখোপাধ্যায়, আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি,ভারত-এর সহ-সম্পাদক অধ্যাপক ড. বিমল কুমার থান্দার, সাহিত্যিক নিরঞ্জন মণ্ডল প্রমুখ ৷
এদিন তিনজনকে সম্মানিত করা হয় ৷ ‘দীনেশচন্দ্র সেন’ স্মৃতি স্বর্ণ পদক ২০২৪ পেলেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সুধাংশুশেখর তুঙ্গ ও সাহিত্যিক দীপক কুমার মৃধা। পূর্ব ঘোষিত ‘দীনেশ-রবীন্দ্র’ পত্র সম্মাননা ২০২৩ পেলেন সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক ডঃ সমীর শীল ৷
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘আচার্য দীনেশচন্দ্র সেন’ রিসার্চ সোসাইটি,ভারত এর সাধারণ সম্পাদিকা দেবকন্যা সেন ও সঞ্চালনা করেন কবি সঞ্জয় কুমার দে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *