দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি,জেলা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, ভারত সরকারের দ্বারা আয়োজিত দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে বীরভূম জেলার মুলুকে।বীরভূম জেলা নেহরু যুব কেন্দ্রের সহায়তায় এবং ডিগসুই তারা মা জনকল্যাণ সমিতির সহযোগিতায় গত ২২ শে ডিসেম্বর ২০২২ থেকে শুরু হয়েছে প্রশিক্ষন, চলবে ৪৫ দিনব্যাপী। শিবিরে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এসসি, এসটি পরিবারের ২ জন যুবক ও ২৩ জন যুবতীদের মধ্যে দেওয়া হচ্ছে এই প্রশিক্ষন।এই সময়ের মধ্যে তারা শিখেছে খরগোশ, হাতি, হরিণ, পুতুল প্রভৃতি ধরনের খেলনা সামগ্রী তৈরি করতে।কীভাবে নরম খেলনা তৈরি করতে হয় তাহার উপরেই মূলত ৪৫ দিনের প্রশিক্ষন। এখানে প্রশিক্ষন নিয়ে আগামী দিনে তারা যেন একটা রোজগারের পথ খুঁজে পায়,সেই স্বনির্ভরতার লক্ষ্যে এরূপ উদ্যোগ বলে নেহেরু যুব কেন্দ্রের পক্ষ থেকে জানা যায়।
প্রশিক্ষন শিবির পরিদর্শন করেন বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের এ্যাকাউন্টস এন্ড প্রোগ্রাম এ্যাসিসট্যান্ট সুভাষ চন্দ্র মান্না, নেহেরু যুব কেন্দ্রের প্রাক্তন জেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর সুদীন সাহা,স্থানীয় ক্লাব সম্পাদক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।