সেখ সামসুদ্দিনঃ ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে পথের কাঁটাকে সরাতে প্রেমিকার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাটিতে মুখ গুঁজে শ্বাসরোধ করে নৃশংসভাবে খুন করার অভিযোগ। মৃত ওই ব্যক্তির নাম মুকসেদ সেখ(২৮)। মৃত ওই ব্যক্তির বাড়ি বেগপুর পঞ্চায়েতের অন্তর্গত পাথরডাঙ্গা এলাকায়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কালনা থানার অন্তর্গত উত্তর রামেশ্বরপুরে। গতকাল বুধবার রাতে পরিকল্পনা মাফিক মৃত ব্যক্তির স্ত্রীর প্রেমিক মানিক মণ্ডল সহজপুর বাজারে (মানিক মণ্ডলের দোকানের কাছ) থেকে মোটরবাইকে করে উত্তর রামেশ্বরপুর এলাকায় নিয়ে যায় মুকসেদ শেখকে। সেখানে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হওয়ার পরই ডাব কাটার কাটারি দিয়ে প্রথমে কুপিয়ে, পরে মাঠের মধ্যে কাঁদায় মুখ গুঁজে দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে মুকসেদকে খুন করে মানিক মণ্ডল। এর পরে নিজেও আক্রান্ত হওয়ার ভান করে ওই এলাকাতেই পড়েছিল মানিক। (ঘটনার পর স্থানীয়দের সে জানায় অতর্কিতে তাদের দুজনার উপর দুষ্কৃতীরা আক্রমণ করেছে) তখনই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় কালনা থানা পুলিশ। এরপরই দুজনকে উদ্ধার করে ওই রাতেই কালনা মহকুমা হসপিটালে নিয়ে এলে চিকিৎসকরা মুকসেদ শেখকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে মানিক মণ্ডলও কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। ত্রিকোণ প্রেমের জেরে পথের কাঁটাকে সরাতে ভাইকে খুন করেছে মানিক এমনই দাবি করেন মৃতের দাদা জাকের আলী শেখ। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।

Leave a Reply