তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের উদ্যোগে রক্তদান

সেখ সামসুদ্দিন, ৩০ জুনঃ তীব্র দাবদাহে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট মেটাতে ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে মেমারি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড অফিস কার্যালয়ে একটি রক্তদান শিবির করা হয়। রক্তদান শিবিরটির পরিচালনা করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফাত্তার কয়াল, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফারুক আব্দুল্লাহ, পূর্ব বর্ধমান জেলা ছাত্র পরিষদের সহ-সভাপতি মুকেশ শর্মা ও মেমারি শহর পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সেখ সামিম। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক ডঃ আবুল হাসেম মণ্ডল, বর্ষীয়ান তৃণমূল নেতা অচিন্ত্য চ্যাটার্জী, পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত প্রমুখ। বর্ধমান শহীদ শিব শংকর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংক এর সহযোগিতায় ১০০ ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা রেখে কর্মসূচি শুরু হয়।উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়।

Leave a Reply