তালিবানি প্রভাব রুখতে শিক্ষিত মুসলিমদের আহবান ভাগবতের

জ্যোতিপ্রকাশ মুখার্জি
এদেশে যাতে তালিবানের আফগানিস্তান দখলের প্রভাব যাতে না পড়ে,সেজন্য শিক্ষিত মুসলিমদের কাছে আরজি রাখলেন আরএসএসের প্রধান মোহন ভাগবত। পুনের এক পুলিশ সংগঠনের সভায় আমন্ত্রিত বক্তা হিসাবে মোহন ভাগবত এই আরজি টি রাখেন। উল্লেখ্য, কিছুদিন আগে গীতিকার ও কবি জাভেদ আকতার আফগানিস্তানের তালিবানদের সাথে ভারতের আরএসএসের তুলনা টেনেছিলেন।এদিন পুনের এই সভায় মোহন ভাগবত আরও বলেন – ‘ দেশের প্রত্যেক নাগরিক আসলে হিন্দু।তাঁদের পূর্বপুরুষ এক। ভারতের হিন্দু ও মুসলিমদের ডিএনএ একই’।এইরকম বিস্ফোরক দাবি এই আরএসএস নেতার।তিনি বলেন  – ‘হানাদারদের সাথেই ভারতে ইসলাম ধর্ম এসেছিল।মুসলিমদের এদেশে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই ‘। এই সভায় অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান,কাশ্মীরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সৈয়দ আটা হুসেন।ওয়াকিবহাল মহলের ধারণা,  বেশ কিছু রাজ্যে আসন্ন বিধানসভার নির্বাচন কে ঘিরে মুসলিম ভোটব্যাংক কিছুটা পেতে এইরকম রাজনৈতিক অবস্থান নিচ্ছে বিজেপির আরএসএস সংগঠন টি।

Leave a Reply