খায়রুল আনাম,
বীরভূম : পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মঘাতী হলো সঞ্চিতা ফুলমালি (২১) নামে এক গৃহবধূ। তারাপীঠ থানার কড়কড়িয়া গ্রামের ওই গৃহবধূ বাড়িতে কীটনাশক খেলে তাকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তিনি মারা যান।