Spread the love

 তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্ত কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে অভিযুক্ত,

মুকুল বিশ্বাস , ১৪ জুন
 মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল পিটিশন দাখিল করলেন হাওড়ার নিহত পরিবেশপ্রেমি তপন দত্ত খুনের  মামলার অভিযুক্ত এক ব্যক্তি।হাইকোর্টের  সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে  প্রধান বিচারপতির  ডিভিশন বেঞ্চে মামলা করলেন ষষ্ঠী গায়েন নামে এক ব্যক্তি। আবেদনকারী তপন দত্ত খুনের মামলায় অভিযুক্ত। তাঁর নাম চার্জশিটে রয়েছে। এই মামলার শুনানি চলতি সপ্তাহে হতে পারে বলে জানা গেছে। গত ২০১১ সালের ৬ মে খুন হয়েছিলেন হাওড়ার বালির বাসিন্দা তপন দত্ত।যিনি একাধারে তৃণমূলের স্থানীয় নেতা ছিলেন, ছিলেন পরিবেশ প্রেমি।  তপন দত্ত  খুনের অভিযোগে নাম জড়ায় হেভিওয়েট তৃণমূল নেতা অরূপ রায়ের। প্রথম দিকে এই মামলার তদন্ত শুরু করে সিআইডি। সিআইডি জানিয়েছিল  , -‘ জলাজমি ভরাটের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলেই খুন হন তপন দত্ত’। ২০১১ সালে চার্জশিট পেশ করে সিআইডি । তবে সিআইডি-র চার্জশিট থেকে অরূপ রায়-সহ একাধিক ব্যক্তির নাম বাদ পড়ে। এরপরই সিবিআই তদন্তের দাবিতে সরব হয় নিহত তপন দত্তের পরিবার। নিহত  তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত দীর্ঘদিন ধরে আইনী লড়াই চালিয়ে যান। তিনি সিবিআই তদন্তের দাবিতে অনড় থাকেন। প্রতিমা দত্তের আইনজীবীর দাবি, -‘ তথ্য প্রমাণের অভাবে অভিযুক্তরা এখনও পর্যন্ত শাস্তি পায়নি’। গত ৯ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দেন, -‘ তপন দত্ত খুনের মামলার সব নথিপত্র সিবিআইকে তুলে দেবে সিআইডি। সিবিআই যদি মনে করে তদন্তের স্বার্থে আরও কিছু প্রয়োজন, তাহলে তদন্ত করতে পারে তারা। এর পর থেকে বিশেষ সিবিআই আদালতে তপন দত্ত খুনের মামলার বিচার-পর্ব চলবে ‘।মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের রাজাশেখর মান্থারের সিবিআই  নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়েই  ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন ষষ্ঠী গায়েন। এই সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *