তপন কান্দু খুনের মামলায় দাখিল সিবিআইয়ের চার্জশিট,

জ্যোতিপ্রকাশ মুখার্জি , ১৩ জুন
সোমবার পুরুলিয়া জেলা আদালতে ঝালদার কং কাউন্সিলার খুনে জমা পড়লো সিবিআইয়ের চার্জশিট। এদিন ঝালদা পৌরসভার কাউন্সিলার তপন কান্দু খুনের মামলায় প্রথম চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  সিবিআই ।  সিবিআই  সুত্রে প্রকাশ, যারা এই মামলায় ধৃত হয়েছেন,  তাদের নাম থাকছে সংশ্লিষ্ট ওই চার্জশিটে। সিবিআই সূত্রে প্রকাশ , -‘  এই মামলায় গ্রেফতার হওয়া পাঁচ জনের বিরুদ্ধেই দেওয়া হয়েছে চার্জশিট’। এতে ঝালদার আইসি সঞ্জীব ঘোষ নিয়ে কোনও অভিযোগ রয়েছে কি না তা  জানা যায়নি। সম্প্রতি  একটি বোলেরো গাড়িতে করে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে সিবিআই ঝালদা বনদফতরের বাংলোয় অস্থায়ী ক্যাম্পে ঢুকতে দেখা গিয়েছে। সাদা পোশাকেই তিনি সিবিআই ক্যাম্পে এসেছিলেন। সেই সময় তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু প্রথম থেকেই এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে আসছিলেন। পুলিশের তরফ থেকেও তাঁদের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করছিলেন তিনি। আইসি-র বিরুদ্ধেই নির্দিষ্ট করে অভিযোগ ছিল তাঁর। পুরভোটে তপন কান্দু জিতলেও, আইসি তাঁকে বারবার তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ।প্রসঙ্গত , চলতি বছরের গত ১৩ মার্চ ঝালদা শহরের কাছেই  দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন ঝালদা পুরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দু। এই ঘটনার পর রাজ্য পুলিশের তরফে গঠিত হয় সিট । ঘটনায় জড়িত থাকার সন্দেহে সিট গ্রেফতার করে নিহতের ভাইপো দীপক কান্দুকে। এরপরে গুলি চালানোর ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ঝাড়খণ্ডের বোকারো থেকে গ্রেফতার করা হয় কলেবর সিং ও তার বন্ধু মহম্মদ আশিক খানকে। এরপর আবারও গ্রেফতার হন তপন কান্দুর দাদা তথা ধৃত দীপকের বাবা নরেন কান্দু। পরে সিবিআই গ্রেফতার করে আরও এক অভিযুক্ত সত্যবান প্রামাণিককে।জেলা কংগ্রেসের তরফে জানানো হয়েছে – সিবিআইয়ের দাখিল চার্জশিট দেখে আইনী পরামর্শ চাওয়া হবে সুবিচার পেতে।

Leave a Reply