তদন্ত অব্যাহত রাখতে পুজোর ছুটি বাতিল সিবিআইয়ের,

ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়,  

বাংলায় তদন্ত এর গতি অব্যাহত রাখতে চায় সিবিআই, তাই চলতি পুজোর  ছুটি বাতিল ঘোষণা করেছে সিবিআই কর্তৃপক্ষ। পুজোতে ছুটি পাবেন না সিবিআই আধিকারিকরা। জারি রাখতে হবে তদন্তর গতি।এই মুহুর্তে গরু পাচার, কয়লা পাচার, এসএসসি দূর্নীতি সহ দশের বেশি তদন্তের  দায়িত্ব সিবিআইয়ের হাতে।ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন একাধিক হেভিওয়েট নেতা-  মন্ত্রী, তাই পুজোর আবহেও তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই  আধিকারিকদের। গুরুত্বপূর্ণ বেশ কয়েক টি মামলার দায়িত্ব থাকায় সিবিআই আধিকারিকরা এখন ভীষণ ব্যস্ত। এই পরিস্থিতিতে পুজোর ছুটিতে তদন্তে যাতে ব্যাঘাত না ঘটে, তাই আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। বলা হয়েছে যতটা সম্ভব এগিয়ে রাখতে হবে তদন্ত।শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। পরবর্তীতে সিবিআই তাঁকে নিজের হেফাজতে নেয়।একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন দুই সদস্য শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে। গরু পাচারে অভিযুক্ত অনুব্রত মন্ডল এবং  তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকেও। তাই তদন্তের গতিতে যাতে ভাঁটা না পড়ে সেজন্য পুজোর ছুটি বাতিল ঘোষণা করলো সিবিআই বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Leave a Reply