শুভ ঘোষ,
আজ ২৬ শে জুন রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার আলিপুর বডিগার্ড লাইনে সভা আয়োজন করা হয়। এন্ট্রি ড্রাগ অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং শুরু হয় ১৭ই জুন থেকে ২৬ শে জুন পর্যন্ত সারা কলকাতা জুড়ে। কলকাতা পুলিশ ও ক্রেতা সুরক্ষা দপ্তর এর যৌথ উদ্যোগে এই প্রচেষ্টা। মূলত নেশা মুক্ত করা শুদ্ধিকরণ যা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন স্তরের মানুষের অসামাজিক কাজকর্ম বেড়ে যাওয়ায় চিন্তা বেড়েছে কলকাতা পুলিশের। কলকাতার আশেপাশে বিভিন্ন রকম অসামাজিক কার্যক্রম এর সঙ্গে জড়িত মানুষের নেশায় আসক্ত হয়ে যাওয়ায় চিন্তার ভাঁজ আজ ফেলেছে কলকাতা পুলিশের মধ্যে ।তাই নারী শিশু কল্যাণ দপ্তর ও কলকাতা পুলিশের যৌথ প্রচেষ্টায় শুদ্ধিকরণ নামক একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করা হয়। আজকের এই মুলত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত কুমার গোয়েল, জয়েন্ট সিপি ক্রাইম শ্রী মুরলীধর, অভিনেতা আবির চ্যাটার্জি, অভিনেত্রী নুসরাত জাহান আরো অনেক উচ্চপদস্থ পুলিশ অফিসাররা ছিলেন।