Spread the love

ডালশস্য বিষয়ক একদিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির

সেখ রাজু,

ট্রাফা পালস প্রকল্পের মসুর চাষ সম্পর্কিত এক দিবসীয় কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ভাতার কিষান মান্ডি চত্বরে । ১০০ জন কৃষককে নিয়ে মসুর চাষ বিষয়ক বিভিন্ন আলোচনা করা হয় । বোরো মরশুমে ভাতার ব্লকের ধান চাষের ক্ষেত্রে বিস্তীর্ণ এলাকা জুড়ে পর্যাপ্ত জল থাকে না । এই সময় সাবমারসিবলের মাধ্যমে চাষ করা হয় । একই মাটিতে ক্রমাগত ধান চাষ করলে মাটির উর্বরতা একদিকে যেমন বাধা সৃষ্টি হয় অন্যদিকে ডালশস্য ও তৈলবিজ করলে মাটির উর্বরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বেশি থাকে । সেই লক্ষ্যে কৃষকদের ডাল শস্য চাষের আগ্রহী করার জন্য মসুর চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ।

উপস্থিত ছিলেন ভাতার ব্লক কৃষি আধিকারিক বরুণ হালদার, সহকৃষি অধিকর্তা প্রশাসন বর্ধমান সদর মহকুমা সমীর কার্ফা, সহকৃষি অধিকর্তা বিষয়বস্তু রানা ভট্টাচার্য, সহকারী অধ্যাপক BCKB বর্ধমান কলেজ ডক্টর সৌমেন বেড়া, সহকারী অধ্যাপক বর্ধমান ইউনিভার্সিটি ডক্টর সব্যসাচী পাত্র, ব্লক এ.ই.ও হোপনা মুরমু, ব্লক প্রযুক্তি প্রবন্ধক শেখ নাসিম হাসান, সহ প্রযুক্তি প্রবন্ধক দেবনারায়ন মল্লিক শেখ সাবীর আলী, উজ্জ্বল মন্ডল সহ এলাকার কৃষকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *