Spread the love

জীবনের পথ

তনুশ্রী চক্রবর্তী

জীবন পথের পথিক মোরা
পথটি বড়ই ভাঙাচোরা
এ পথের শেষটি কোথা জানেনা কেউ হেথা।
আছে হাসি আছে কান্না
এ পথে কখনো জোটে মান,
আবার কখনো বা অপমান।
কখনো নিকষ অন্ধকার
ঘিরে ধরে এ জীবনকে
আবার কখনো আলোর ছটায়
ভরে দেয় এই জীবনের পথকে।
কেউ সাজিয়ে নেয় সেই আলোতে
নিজের চলার পথের ছন্দকে,
কেউ বা আঁকড়ে ধরে
ওই অন্ধকারের পথকে।
বিধাতার লিখনে এ জীবনের পথে
আছে যোগ আছে বিয়োগ
আছে আনন্দ আছে দুঃখ,
সবকিছুকে অতিক্রম করে
এগিয়ে চলাই জীবনের ধর্ম।
এ পথে থেমে যাওয়া
মৃত্যু সমান,
এগিয়ে চলা ঈশ্বরের দান।
তাই এই দানকে
পাথেয় করে
এগিয়ে চলবো জীবনের পথে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *