সেখ সামসুদ্দিন, ১৯ নভেম্বরঃ পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে বিশ্ব শৌচাগার দিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে। বর্ধমানের জামালপুর ব্লকের ১৩টি পঞ্চায়েতেই আজকে এই অনুষ্ঠান করা হয়। জামালপুর ১ নম্বর পঞ্চায়েতে এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, ব্লকের জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ, জামালপুর ১ পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে র‍্যালির মাধ্যমে জামালপুর পুল মাথায় পৌঁছে, সেখানে একটি ছোট্ট সভা করা হয়। র‍্যালিতে এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মানুষসহ স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সেখানে সকলকে শপথ বাক‍্য পাঠ করান জয়েন্ট বিডিও অরিন্দম বাবু, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল।

Leave a Reply