সেখ সামসুদ্দিন, ১৭ সেপ্টেম্বরঃ জামালপুরে তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বাস, ট্রেকার, অটো, টোটো ইউনিয়নের বিশ্বকর্মা পুজো করা হয় জামালপুর বাস স্ট্যান্ডে পার্টি অফিসের সামনে। এই পুজো উদ্বোধন করেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর থানার মেজো বাবু তাপস শীল, যুব সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক নেতা তাবারক আলী মন্ডল সহ মিঠু পাল, অঞ্জন মুখার্জি ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মেহেমুদ খান বলেন বাস, টোটো, অটো, ট্রেকার সকলে মিলেই তাদের পক্ষ থেকে এই বিশ্বকর্মা পূজা করছে এটা অত্যন্ত আনন্দের। সারা বছরের এই একটা দিন যেদিন বিশ্বকর্মা পুজো আসে সমস্ত বাস ট্রেকারের কর্মীরা তারা আনন্দে মাতোয়ারা হয়। তিনি সকলকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানান। মহাসমারোহে দুদিন ধরে চলবে এই পুজো।এই পুজোকে কেন্দ্র করে জামালপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সমস্ত তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মীরা একত্রিত হয়ে এই পুজোয় শামিল হন ও আনন্দ উপভোগ করেন।