Spread the love

•             ভারতীয় বাজারের উপযোগী নির্মাণ এবং খননকারী সরঞ্জামের ক্ষেত্রে সেরা, ৬০+ বছরের      

               অভিজ্ঞতাসমৃদ্ধ গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান

•             হিতাচি শক্তিশালী মাইনিং এক্সক্যাভেটর ZX 870H-5G  এবং সদ্য বাজারে আসা টাটা হিতাচি

               দেশি হুইল লোডার ZW225-6 প্রদর্শিত হল আইএমএমই ২০২২-এ

•             শক্তিশালী বিপণন নেটওয়ার্ক এবং দক্ষ অনসাইট পরিষেবার সুযোগ

•             গ্রাহকের প্রয়োজন অনুসারে তথ্যপ্রযুক্তি ভিত্তিক পরিষেবা

•             অপারেটরদের দক্ষতাবর্ধক প্রশিক্ষণ

কবিরুল ইসলাম, জাপানের হিতাচি কনস্ট্রাকশন মেশিনারির সঙ্গে যৌথ উদ্যোগে টাটা হিতাচি, ভারতের পরিকাঠামো এবং খনি ক্ষেত্রে আধুনিকতম প্রযুক্তির সূত্রপাত ঘটানোয় পথিকৃৎ রূপে কাজ করে চলেছে।

কোম্পানি আইএমএমই ২০২২-এ অংশগ্রহণ করেছে এবং হিতাচির অত্যন্ত শক্তিশালী মডেল ZX 870H-5G এবং টাটা হিতাচির দেশি হুইল লোডার, ZW225-6 কে সেখানে প্রদর্শন করছে। এছাড়াও প্রদর্শিত হচ্ছে ড্রাম কাটার মডেল KDC45, কুইক কাপলার মডেল রেন্ডা ১১ এবং খনির যন্ত্রপাতিতে প্রয়োজনীয় বিভিন্ন ‘পার্টস’ও।

মূল কোম্পানি – জাপানের হিতাচি মেশিনারি কোম্পানি লিমিটেড – খনি ক্ষেত্রে অভিযানকারী (মাইনিং এক্সক্যাভেটর) এবং রিজিড ড্রাম ট্রাক-এর ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযুক্তির বিবর্তন ঘটিয়ে চলেছে। আইএমএমই ২০২২-এর মঞ্চকে ব্যবহার করে টাটা হিতাচি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক ড্রাইভ ডাম্পার-এর ক্ষেত্রে তার শক্তি ১৯০টির 190T (EH3500AC-3)  এবং EX-7 সিরিজের বৃহৎ মাইনিং 

এক্সক্যাভেটর-এর নমুনা প্রদর্শন করছে যেখানে জ্বালানি সাশ্রয়ে ফুয়েল কনজাম্পশন অপটিমাইজেশন (এফসিপি) প্রযুক্তি রয়েছে।

টাটা হিতাচি প্যাভিলিয়নে উপস্থিত টাটা হিতাচির ম্যানেজিং ডিরেক্টর শ্রী সন্দীপ সিং বললেন, ‘‘আমাদের হাইড্রলিক এক্সক্যাভেটর ZX 870H এবং হুইল লোডার ZW225 খনি ক্ষেত্রে আমাদের অতুলনীয় শক্তির প্রমাণ দিচ্ছে। এর পাশাপাশি আমরা খনিক্ষেত্রে প্রয়োজনীয় আনুষঙ্গিক ও পার্টস-এর প্রদর্শন করছি।’’

তিনি আরও বললেন – ‘‘আমাদের অত্যন্ত টেকসই এবং উচ্চহারে উৎপাদক যন্ত্রের পাশাপাশি পাবেন আন্তর্জাতিক মানের পরিষেবা সহায়তা, যেমন রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ চুক্তি যা টাটা হিতাচিকে সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য করে তুলেছে – আমাদের খনিক্ষেত্রে গ্রাহকদের কাছে। আইএমএমই ২০২২ আমাদের শিল্পের সকল ঝুঁকিগ্রহীতার সঙ্গে পরিচিত করে তুলেছে এবং খনিক্ষেত্রে আমাদের বিশেষ জ্ঞানের প্রচার ঘটানোতে সহায় হয়েছে।’’

টাটা হিতাচি গ্রাহকদের দিনরাত ‘সাইট’ বা কর্মস্থলে থাকা অবস্থায় সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের মতো পরিষেবা চুক্তির সুযোগ দিয়ে থাকে। অত্যন্ত উচ্চ দক্ষতাসম্পন্ন এবং পরিষেবাপ্রদানকারী দল, সেইসঙ্গে পার্টস্-ওয়্যারহাউজের সুবিধা থাকায় মেশিন আপটাইম করার ও উৎপাদন বৃদ্ধির সুযোগ ঘটে থাকে।

পরিচালনকারী বা অপারেটরদের মাইনিং বা খনি সংক্রান্ত যন্ত্রপাতি সঞ্চালনায় নিজেদের দক্ষতাবৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়াতে টাটা হিতাচি পথিকৃতের ভূমিকা পালন করে থাকে। প্রযুক্তির উন্নতি সরঞ্জামের উন্নতি ঘটায়, কিন্তু যিনি ঐ মেশিন বা যন্ত্র ব্যবহার করবেন তাঁর প্রশিক্ষণও আধুনিক করা তাঁর কাছে জরুরি হয়ে পড়ে। তাই পরিচালনাকারীকে প্রশিক্ষণ দিয়ে তাঁর মেশিন ব্যবহারের দক্ষতাকেও আধুনিক করে নিতে হয়। টাটা হিতাচি খড়গপুর এবং ধারওয়ার-এ তাদের হাতেহাতে প্রশিক্ষণ দিয়ে থাকেন। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে একটি মোবাইল সাইমালেটর গ্রাহকের কর্মস্থলে অনুরোধের ভিত্তিতে রাখা থাকে, যার মাধ্যমেও দক্ষতা বর্ধনের প্রশিক্ষণ প্রদান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *