জাতির পিতা,
দিলীপ রঞ্জন ভাদুড়ী।
জাতির পিতা মহাত্মা গান্ধী
ভারতে কি ফিরবে আজ!
আজ তোমার জন্ম দিনে,
অহিংস বাণীতে, হবে কি কাজ।
কিসের জন্য দিয়েছিলে প্রাণ
চেয়েছিলে কি এই স্বরাজ!
তবু এসো, মালা নিয়ে যাও
কোরনা তুমি কাউকে নিরাশ।
সংবিধানের দোহাই দিয়ে
চলছে এখন দেশের কাজ,
গোটা দেশেই প্রকল্প আছে
বিনা রূপায়ণে চলছে রাজ।
আকারে পাবে শুধু হাঁহাকার
উকারে দেখবে বিষোদগার,
রা বললেই ,রাম নিরাকার
দেশ চলছে বেশ চমৎকার!
রাম ধুন গান ভুলে গেছে সবে
কেউ গয়না তোমার গান,
দলের কথাই বলবে সবাই
তর্ক বিতর্কে দল মহান।
এমন দেশের পিতা তুমি
শুনছি এটাই গণতন্ত্র,
বিরোধী হীন হওয়াই এখন
দেশ শাসকদের মহামন্ত্র।
আমরা তোমার অধম সন্তান
জ্ঞান গম্মি কিছুই নেই,
এসো এসো জাতির জনক
প্রনাম করে মালা দেই।