“জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল” অনুষ্ঠানটি স্বার্থক
সংবাদদাতা: দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন কবি তীর্থ চুরুলিয়ার উদ্যোগে “জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল” বসন্ত উৎসব মহাসমারোহে কলকাতায় বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা ঘরে আবৃত্তি ,নিত্য, কথোপকথন ও তার সাথে কলকাতা থেকে চারজন প্রখ্যাত চিত্রশিল্পী দীপঙ্কর সমাদ্দার, কৌশিক মজুমদার, অমিতাভ গুপ্ত, অমর দাসের বসন্তের আহ্বনের লাইফ পেইন্টিং নিয়ে অনুষ্ঠিত হলো। সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত সারাদিনব্যাপী জমজমাট অনুষ্ঠানে বসন্ত উৎসবে আনন্দে আত্মহারা হয়েছিল বিভিন্ন শিল্পীরা ও দর্শকবৃন্দ।
দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন কবি তীর্থ চুরুলিয়া র সম্পাদিকা সোনালি কাজী জানালেন, সারা বছরই বিভিন্ন উৎসবের আবহে শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন ওনারা। সারা রাজ্যজুড়ে যে ব্যাক্তি তার প্রমাণ হিসাবে সমস্ত অনুরাগী সদস্য সদস্যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এ যেন এক আন্তর্জাতিকভাবে মিলন মেলার রূপ নিয়েছিল।
আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি বরুণ চক্রবর্তী, বাচিক শিল্পী শ্রী সত্যকাম বাগচী এবং গৌরবময় উপস্থিতির মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের বিখ্যাত কবি আসলাম সানি ও বাংলাদেশ থেকে আগত সাংবাদিক সুমন ব্যাপারী, শ্যামল মিত্র বড়ুয়া। অনুষ্ঠান চলাকালীন চারজন চিত্রশিল্পী আবির ও রং দিয়ে বসন্ত ও নজরুল ইসলামের ওপর অসাধারণ লাইফ পেইন্টিং পরিবেশন করেন যা সকলকে মুগ্ধ করে। শিল্পীদের ছবি আঁকা শেষ হলে সম্পাদিকা সোনালী কাজী শিল্পীদের মঞ্চে সম্মানিত করলেন স্মারক দিয়ে। দীপঙ্কর সমাদ্দার এর আবির ও রং দিয়ে আঁকা ছবিটি বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা র পক্ষে অমলেন্দু চৌধুরীর হাতে তুলে দেন মাননীয়া সোনালী কাজী। অমলেন্দু বাবু সোনালী দেবীকে ধন্যবাদ জানিয়ে বলেন আজকের অনুষ্ঠান থেকে তাদের জন্য এই উপহার অত্যন্ত আনন্দের বিষয় ও এক অমূল্য সম্পদ সংগ্রহ।। শিল্পীদের মধ্যে বিশিষ্ট বাচিক শিল্পী রঞ্জনা কর্মকার, সীমা মিত্র ব্যানার্জি, সুক্তিকা গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ ঘোষ, মৃণালিনী ভট্টাচার্য, বৃষ্টি রায়, শুভ্রা রায় অসাধারণ দক্ষতায় সকলের মন জয় করে নিল। সংঙ্গীতে উৎসবের আনন্দে মাতিয়ে তুললেন গোপা রায় মজুমদার, মঞ্জুষা চক্রবর্তী, মানস গাঙ্গুলী, রেবা হালদার, সাথী নাথ, শ্রী অশোক রায় ও বিশেষভাবে উল্লেখযোগ্য যার কথা বলতেই হয় তিনি হলেন কল্লোল কাজী, অসাধারণ সংগীত পরিবেশনের মুন্সিয়ানয় মাতোহারা করে দিয়েছিল উপস্থিত দর্শকবৃন্দকে।
প্রত্যেক শিশু নিত্য শিল্পী যাদের কথা না বললেই নয় ভীষণ ভালো নৃত্য পরিবেশন করলো, উল্লেখযোগ্য নৃত্যশিল্পীরা হলেন অর্পিতা সাহার ‘ছন্দশ্রী’ ,অর্পিতা বরাটের ‘ইচ্ছে ডানা’, কুহেলিকা বসুর ‘নন্দিত শিল্পকলা’ এবং শিবম ও রাগিনীর যৌথ নৃত্যে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সোনালী কাজী।