‘জলমগ্ন’ ভবানীপুর উদ্ধারে এনডিআরএফ কে প্রস্তুত থাকার বার্তা নবান্নের
সেখ জাহির আব্বাস, ,
আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। এর মধ্যে কলকাতার ভবানীপুর অন্যতম। আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে প্রকাশ, আগামী শনিবার থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টি চলবে। প্রশাসন কে সতর্ক থাকতে বলেছে নবান্ন। সূত্রের খবর, ভবানীপুরের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখার ব্যাপারে বুধবারই বার্তা দিয়ে রেখেছে রাজ্য সরকার। এমনিতেই কলকাতার বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। ভবানীপুর কেন্দ্রেও একাধিক ওয়ার্ডে জল জমে রয়েছে । এই পরিস্থিতিতে আগামী ৩০ তারিখের ভোট নিয়ে উদ্বিগ্ন নবান্ন। হাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে, তাতে শনিবার থেকে শুরু হতে চলা বৃষ্টি প্রায় এক সপ্তাহ চলতে পারে। বৃষ্টি কমে যাওয়ার পরেও কলকাতার পরিস্থিতি ভয়াবহ। এরপর যদি টানা বৃষ্টি চলে কী হবে বোঝাই যাচ্ছে! এ ব্যাপারে কঠিন চ্যালেঞ্জের মুখে কলকাতা পুরসভাও। ভবানীপুরের তৃণমূল প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গত মঙ্গলবার তাঁর প্রচার কর্মসূচি ছিল একবালপুরে। তবে জলের জন্য তা হয়নি। বুধবার পরিবর্তিত সূচি ঠিক হয়েছিল। ইতিমধ্যেই বর্ষা শেষের বৃষ্টি নিয়ে জেলাগুলিকে সতর্ক করেছে নবান্ন। বুধবার জেলাশাসক ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সও করেছেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সব মিলিয়ে সেপ্টেম্বরের শেষের এই বৃষ্টিতে কপালে ভাঁজ নবান্নের। বাড়তি উদ্বেগ উপনির্বাচনের ভোট নিয়ে।ওয়াকিবহাল মহলের মতে, এনডিআরএফ-কে তখনই প্রস্তুত রাখার কথা বলা হয় যখন প্রশাসন আশঙ্কা করে তেমন বড় ধরনের বিপর্যয় ঘটলেও ঘটতে পারে। এক্ষেত্রে ভবানীপুরের ক্ষেত্রে তেমনই আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। হাতে আর মাত্র কয়েকদিন তাতেই ভিলেন হয়ে উঠেছে লাগাদার বর্ষণ।