জলছত্র কর্মসূচি মঙ্গলকোটে

আমিরুল ইসলাম ,

বৃহস্পতিবার মঙ্গলকোটের নতুনহাটের হসপিটাল মোড়ে একটি স্বেচ্ছাসেবক সংস্থার উদ্যোগে প্রচন্ড গরমে শরবত বিতরণ অনুষ্ঠিত হলো।’ নিউ হোপ রিলিফ ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবক সংস্থার উদ্যোগে এই কর্মসূচি ।
এদিন সকাল ন’টা থেকে বিকেল চারটে অবধি তারা হসপিটাল মোড়ে পথ চলতি সকল মানুষকে সরবত ও ঠান্ডা জল খাওয়ালেন।
প্রায় এক হাজার পাঁচশ জনকে শরবত বিতরণ করা হয় বলে জানান সংস্থার সভাপতি আশরাফুল আলম।এলাকার লোকজন খুশি এই সংস্থার উদ্যোগে।

Leave a Reply