।। ছ্যচড়া পাওনাদার ।।,
কাজী একরাম আলী ।,
ছ্যচড়া পাওনাদার,
তার বড্ড বেড়েছে বাড়!
কথায় ক্ষুরের ধার,
কাবুলিওয়ালা চামার।ন্যাড়াঐ
তখন হয়েছিল বন্ধুত্ব,
ছিল মানুষটা মহান,
তুঙ্গে মনুষত্ব।
ছিল দয়া মায়া সহানুভূতি,
আদর আপ্যায়ন ।
দুখের কথায় গলে যেত মন।
বাড়ি যাওয়া আসা,
উপহার উপকার উপঢৌকন,
মানুষটার যেন বন্ধুত্বই জীবন ।
মাঝেমধ্যে টাকাপয়সা নিতাম,
সেটা ধার হিসেবেই চাইতাম ।
দিনে দিনে বহু বাড়ছিল দেনা,
তা বলে কি শোধ দেব না?
এখন সে দেয় তাগাদা,
তার মতিগতি আলাদা ।
বন্ধু সে ভাই তো আমি,
ভুলে গেছে সেটা,
আমি কি আসামী?
ওর মতো যদি আর একটি,
আমার ভাই বন্ধু থাকতো,
ঋণ শোধে সেই ধার দিত।
বড্ড অসহায় আমি দেনাদার।
এখন লুকিয়ে পড়ি,
ঐ দেখি আসে ছ্যচড়া পাওনাদার ।