ছাত্রীদের থ্যালাসেমিয়া ব্লাড টেস্ট
সেখ সামসুদ্দিন, ২৯ এপ্রিলঃ আজ সোমবার “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর উদ্যোগে বাঁকুড়া জেলার বিবড়দা গার্লস হাইস্কুলের শিক্ষিকা-শিক্ষাকর্মী, অভিভাবক-অভিভাবিকা ও ছাত্রীদের উপস্থিতিতে এই বিদ্যালয়ের ছাত্রীদের থ্যালাসেমিয়া ব্লাড টেস্ট সম্পন্ন হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর সেক্রেটারি স্বপ্না বরাট এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের থ্যালাসেমিয়া ব্লাড টেস্ট সংক্রান্ত বিশেষজ্ঞ দল। উপস্থিত ছিলেন বিবড়দা গার্লস হাইস্কুলের প্রধানশিক্ষিকা তথা ‘ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর স্কুল সুপারভাইজার সুনেত্রা মুখোপাধ্যায়। একজন শিক্ষকের শিশুকন্যা সহ মোট ১৫০ জন ছাত্রীর থ্যালাসেমিয়া নির্ণয়ের জন্যে রক্ত পরীক্ষা করা হয়। গ্রীষ্মের এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে সকলের এগিয়ে আসায় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আজকের রক্ত পরীক্ষা কর্মসূচী সাফল্যের সঙ্গে সুসম্পন্ন করার জন্যে “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর সেক্রেটারি স্বপ্না বরাট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।