চোরাই মোটরসাইকেল উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিল মঙ্গলকোট পুলিশ

আমিরুল ইসলাম , মঙ্গলকোট,
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশের আবারো বড়সর সফলতা। চুরি যাওয়া একটি দামি বাইক উদ্ধার করল পুলিশ। মঙ্গলকোটের ন’পাড়া এলাকা থেকে এটি উদ্ধার হয় । দীর্ঘ সময় পড়ে থাকতে দেখবার পর খবর দেওয়া হয় মঙ্গলকোট থানার পুলিশকে। পুলিশ গিয়ে দেখে মোটরসাইকেলের মধ্যে কোন নাম্বার প্লেট নেই।এরপর ওই মোটরসাইকেলে থাকা ইঞ্জিন ও চ্যাসিস নাম্বার চেক করে মঙ্গলকোট থানার পুলিশ।দেখা যায় ওই মোটর সাইকেলটির মালিক হলেন খণ্ডঘোষ থানার আব্বাস উদ্দিন মল্লিক। ওনার সঙ্গে যোগাযোগ করলেতিনি জানান তার মোটরসাইকেলটি বর্ধমান শহর থেকে চুরি হয়ে যায়। গত ইংরেজি ২৪/৮/২০২১ সালে। তিনি ওই দিন বর্ধমান থানায় লিখিত অভিযোগ করেন।মঙ্গলকোট থানার পুলিশ এরপর বর্ধমান থানায় খবর নিলে দেখা যায় যে ওই সময় মোটর সাইকেলটি চুরি হয়েছিল বর্ধমান শহর থেকে।মঙ্গলকোট থানার পুলিশের সহতায় আবারও চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল উদ্ধার হওয়ায় খুশি মঙ্গলকোট এলাকার মানুষ।মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ কে এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন।মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ জানান -” মঙ্গলকোট থানার সমস্ত পুলিশ অফিসাররা দারুন ভাবে কাজ করছেন। এবং মঙ্গলকোট এলাকার মানুষজন আমাদেরকে সাহায্য করছে। তাই আমরা ভালো কাজ করতে পারছি”।

Leave a Reply