চিটফান্ড কমিটির নয়া চেয়ারম্যান বিচারপতি সুব্রত তালুকদার 

মোল্লা জসিমউদ্দিন   

অসুস্থতার কারণে প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার পদ থেকে অব্যাহতি  চাইছিলেন। অবশেষে তাঁর আবেদন গৃহীত হলো। কলকাতা হাইকোর্ট নিযুক্ত চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে রদবদল করা হল। এতদিন এই পদে ছিলেন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার। আদালত সূত্রে জানা গেছে , বিচারপতি তালুকদার বেশ কিছুদিন ধরে অসুস্থ রয়েছেন।যে কারণে তিনি নিজেই ওই পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন।তাঁর আর্জি মেনেই এবার চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে বদল আনল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। এবার থেকে হাইকোর্ট নিযুক্ত চিটফান্ড কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। জানা গেছে, আগামী বছরের ১ জানুয়ারি থেকে দায়িত্ব সামলাবেন বিচারপতি সুব্রত তালুকদার।উল্লেখ্য,  ২০১২-১৩ সালে প্রকাশ্যে  আসে সারদা চিটফান্ডে বিপুল আর্থিক দুর্নীত। একে একে সামনে আসে একাধিক ভুয়ো অর্থলগ্নি সংস্থার নাম। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলাও দায়ের হয়। একটা সময় চিটফান্ড সংক্রান্ত মামলার পাহাড় জমে যায় কলকাতা হাইকোর্টে। এরপরই চিটফান্ড সম্পর্কিত সমস্যাগুলির নিষ্পত্তিতে কলকাতা হাইকোর্ট চিটফান্ড কমিটি গড়ে দেয়। এতদিন ওই কমিটির চেয়ারম্যান ছিলেন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার।এবার আগামী ১ জানুয়ারি থেকে চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি সুব্রত তালুকদার। 

Leave a Reply