সুভাষ মজুমদার,

২৭ শে সেপ্টেম্বর সাধারণ ধর্মঘট সফল করতে চাঁপাডাঙায় মিছিল বামেদের।

শুক্রবার বিকালে তারকেস্বরের চাঁপাডাঙ্গা এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে সাধরণ ধর্মঘটের সমর্থনে মিছিল বের করে বামেরা। স্থানীয় নেতৃত্ব সহ কয়েক শো বাম কর্মী সমর্থক এদিনের মিছিলে অংশ গ্রহন করেন।
এদিন মিছিল টি চাঁপাডাঙ্গা দলীয় কার্যালয় থেকে বের হয়ে চাঁপাডাঙ্গা বাস স্ট্যান্ড এলকা হয়ে তালপুর পঞ্চায়েত এলকা ঘুরে পুনরায় চাঁপাডাঙ্গা দলীয় কার্যালয়ে এসে শেষ হয় মিছিল।

Leave a Reply