চলার পথে
অমিত গুপ্ত
অনিমিখে চাহি
সম্মুখ পানে
কখনো বা দৃঢ প্রত্যয়ে ,
ভরপুর হয় উঠে মন ,
কখনো বা ভয় গ্রাস করে
শঙ্কিত হয় ইহ জীবন,
তথাপিও মনে ফোটে
বাঁচার রসদ,
আশার আলো,
সুবিশাল পৃথ্বীর নহে তো সবই নিকষ কালো 1
মনে হয়,
অন্ধকারের পর্দা সরিয়ে
কোথায় যেন
আলোর রশ্মি শিখা
উঁকি দেয়,
এগিয়ে চলার
পথ দেখায়,
শিক্ষার আলো,
জ্ঞানের আলো,
সৃষ্টির আলো,
চেতনার আলো,
প্রজ্ঞার আলো,
জীবন সমৃদ্ধ হয়ে
করে উজ্জ্বলতম ,
এগিয়ে চলার পথের
পরম আপন সাথী সম .
কর্মের স্থান আমার জীবনে
অনেকটাই আছে জুড়ে,
প্রতিষ্ঠার রথ –
হয়তো বা অধরা/ অদূরে
তবু ভাবি মন মাঝারে,
পলকের তরে থমকে থাকি,
জানিনা, জীবনের পথ চলা
আরো আছে কত বাকী ?
হে ঈশ্বর,
পথ দেখাও মোরে
চলার পথের
নিকষ কালো অন্ধকার দূরীভুত করে