মহালয়ার পূন্য তিথিতে গংগাজলঘাটী থানার ঘনশ্যামপুরের শশধর মন্ডল মহাশয়ের আর্থিক আনুকুল্যে দুবেরডাংগা ষোল আনার সহযোগিতা ও পরিচালনায় ধর্মীয় সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। পূর্ন সহযোগিতা করেছেন গংগাজলঘাটী থানার সারাঙগপুর নিবাসী শ্রী্ নিতাই চন্দ্র মন্ডল ।অনুষ্ঠানে ভাগবত পাঠ করলেন বড়জোডার শ্রীযুক্ত শিবশংকর চ্যাটার্জি মহাশয় ।উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের অন্যতম মাননীয় শ্রীযুক্ত গুরুদাস মন্ডল, শ্রীযুক্ত জগন্নাথ লাযেক, মাননীয় শিক্ষক শ্রীযুক্ত ত্রিভঙগ মন্ডল মহাশয়, শ্রীযুক্ত দয়াময লাযেক, শ্রীযুক্ত সচীদানন্দ দে মহাশয় প্রমুখ। 10টি গ্রামের গরীব দুঃস্থ মানুষদের মোট 225টি বস্ত্র বিতরন করেন শশধর বাবু। আজকের দিনে একক প্রচেষ্টায এই রকম মহতী দান বিরল।