রাহুল রায়,কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার নেহরু যুব কেন্দ্রর উদ্যোগে ও কাটোয়া মহকুমার কেতুগ্ৰাম ২ব্লকের নলিয়াপুর দেবদূত সংঘের ব্যবস্থাপনায় নদী উৎসব শুরু হয়েছিল গত শনিবার থেকে। রবিবার নদী উৎসব শেষ হল। উদধানপুর গঙ্গার ঘাটে মোমবাতি জ্বালানো ও সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন কেতুগ্ৰাম ২পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ সামসুদ্দিন,বর্ধমান জেলা নেহরু যুব কেন্দ্রর প্রজেক্টর অফিসার প্রীতম মুখার্জি,সাগ্নিক সংস্কৃতি চক্রের সম্পাদক প্রদীপ সামন্ত,দেবদূত সংঘের সভাপতি রাধানাথ দত্ত সহ এক সাংবাদিক ও ক্লাবের সদস্যরা। এইদিন নলিয়াপুর গ্ৰামে নদী উৎসবের শেষ দিন সারারাত ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এলাকার মেয়েদের নাচ এবং সাগ্নিক সংস্কৃতি চক্রের পক্ষ থেকে গঙ্গা দূষণ রোধে উপর একটি পথনাটিকা হয়। শীতের সময়ে এই অনুষ্ঠান দেখতে এলাকার মানুষেরা হাজির হয়েছিল। সংস্থার এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা।