খায়রুল আনাম,
বীরভূম : ভোট পরবর্তী হিংসার ঘটনায় ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি নেতা গৌরব সরকার। সেই ঘটনার জেরে সিবিআই ইলামবাজারের কামারপাড়া থেকে গ্রেপ্তার করে লদাই হাঁসদা নামে এক তৃণমূল কংগ্রেস নেতাকে। ধৃতকে বোলপুর আদালতে হাজির করা হলে, বিচারক তাকে চারদিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।