শুভদীপ ঋজু মন্ডল,
খাতড়া মহকুমা প্রেসক্লাবের উদ্যোগে রবিবার বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল এদিনের এই সম্মেলনকে সফল করতে উপস্থিত হয়েছিলেন খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী, খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশিনাথ মিস্ত্রি, খাতড়া থানার আইসি সমিত ভট্টাচার্য সহ বিশিষ্ট মানুষ ও মহাকুম প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সাধন মন্ডল, সহ-সভাপতি কার্তিক ঘোষ, সম্পাদক সুশীল মাহালী এছাড়া বিশিষ্ট সাংবাদিক ও গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় শিবপ্রসাদ চ্যাটার্জী, গ্রন্থাগারিক প্রণব হাজরা বিশিষ্ট আইনজীবী চঞ্চল রায় প্রমুখ। এদিন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি বলেন সাংবাদিকরা যেন সত্য খবর পরিবেশন এর উপর জোর দেন টিআরপি বাড়ানোর জন্য খবর করে অহেতুক বিভ্রান্তি সৃষ্টি না করাই কাম্য। এই প্রসঙ্গে তিনি খাতড়ার সন্নিকটে পোড়া পাহাড়ের খনন করা গুহাকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তা বিভ্রান্তি ছড়িয়েছে জনমানষে এটা কখনোই কাম্য নয়। এছাড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখতে পরিবেশ দূষণ নিয়ে বিশেষ প্রচারের উপর জোর দিতে সাংবাদিকদের আহ্বান জানান। তিনি আরো বলেন সংবাদ মাধ্যম একটি বিশেষ মাধ্যম যা, সাধারণ মানুষকে সচেতন করতে পারে। সংবাদ মাধ্যম সংবিধানের চতুর্থ স্তম্ভ। এছাড়া এদিন সম্মেলনে গান কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশিত হয় একটি রবীন্দ্র সংগীত পরিবেশন করে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন খাতড়া থানার আইসি সমিত ভট্টাচার্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপিকা অর্পিতা চৌধুরী