Spread the love

 খাগড়াগড় কান্ডে জেএমবি জঙ্গী কে জামিন দিল হাইকোর্ট 

নিজস্ব প্রতিনিধি, 

শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে জামিন দিল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে  ঘটনায় অভিযুক্ত জেএমবি জঙ্গি আব্দুল কালিম ওরফে আজাদকে।। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আজাদকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। তদন্তের স্বার্থে পরে আজাদকে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।২০১৪ সালের পর এই মামলার বিচার প্রক্রিয়া চলছে।এই অবস্থায় জেএমবি জঙ্গিকে জামিন দিল রাজ্যের সর্বোচ্চ আদালত  । আদালত সুত্রে প্রকাশ ,  গত ২০১৪ সালের ২ অক্টোবর দুর্গাপুজোর উৎসবের সময় বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড় । বিস্ফোরণে শাকিল গাজি নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় আরও একজন আহত হয়। বিস্ফোরণের স্থল এবং পরিস্থিতি বুঝে ঘটনার তদন্ত শুরু করে এনআইএ। বিস্ফোরকের নমুনা পরীক্ষা করে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। শুধু তাই নয়, ঘটনায় বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশে’র নাম জড়ায়।ঘটনার তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এমনকি বেশ কয়েকজন মহিলাকেও গ্রেফতার করা হয়। ষড়যন্ত্র, দেশদ্রোহিতা, ইউএপিএ, অস্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। গোপন সূত্রে আব্দুল কালিম ওরফে আজাদকে কেরল থেকে গ্রেফতার করে এসটিএস। যদিও পরে এনআইএ’র হেফাজতেই ছিল সে। সম্প্রতি কলকাতা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করে আজাদ। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে  এই সংক্রান্ত মামলার শুনানি হয়।শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী জানান  যে -‘এই মামলার বিচার প্রক্রিয়া কবে শেষ হবে? সেটা অজানা এবং ইতিমধ্যে আজাদ ৮ বছরের সাজাও খেটেছে। তাই তার জামিনের আবেদন মঞ্জুর করা হল’।  খাগড়াগড়ের মূল মামলায় বিচার শেষ করে ইতিমধ্যে ৮ বছরের নির্ধারিত সাজার মেয়াদও শেষ হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *