‘ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাব’ আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবির
ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাব তাদের সদস্য ও পরিবারের লোকজনদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। সহযোগিতায় ছিল ‘নারায়ণা হেল্থ’। ৫ মে রবিবার, কলকাতার সুবর্ণ বণিক সমাজ সভাঘরে আয়োজিত এই শিবিরে শরীরের ওজন ও রক্তচাপ মাপা, রক্তের শর্করা, ফুসফুসের কার্যক্ষমতা ( PFT ), হাড়ের ঘনত্ব ও চক্ষু পরীক্ষা করা হয়। এছাড়াও ছিল ইসিজির ব্যবস্থা এবং ডাক্তারের পরামর্শ।
ক্লাব সদস্য ও তাঁদের পরিবারের লোকজন মিলিয়ে প্রায় ২২০ জন এদিন স্বাস্থ্য পরীক্ষা করান। সবার জন্য ছিল মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা।
ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের সভাপতি প্রান্তিক সেন বলেন, “এই সংস্থা একটা পরিবারের মতো। পরিবারের সদস্যরা যাতে ভালো থাকেন, সেই কারণেই স্বাস্থ্য শিবিরের আয়োজন।”
সম্পাদক ইমন কল্যাণ সেন বলেন, “এই প্রচন্ড দাবদাহের মধ্যেও ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের বহু সদস্য এবং তাঁদের পরিবারের লোকজন শিবিরে উপস্থিত হয়ে একসঙ্গে দিনটা উপভোগ করলেন।”
স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের সহ সভাপতি পূর্ণেন্দু চক্রবর্তী ও নরেশ মণ্ডল, কোষাধ্যক্ষ সাধনা দাস বসু, সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ও সঞ্জয় হাজরা, প্রবীণ সাংবাদিক এবং লেখক শম্ভু সেন, পঙ্কজ চট্টোপাধ্যায় ও অন্যান্যরা।